বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে তা আরও ঘনীভূত হয়েছে তার অনুসারীদের ওপর হামলার অভিযোগ ঘিরে। এ ইস্যুতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছিল। অবশেষে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার (২৪ নভেম্বর) তিনি ব্যক্তিগত ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে এই ঘটনার পটভূমি এবং সমালোচনার ধরন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
ফারুকী তার পোস্টে লিখেছেন, সরকারে যোগ দেওয়ার পর গত কয়েকদিন তার জন্য সবচেয়ে অস্বস্তিকর সময় ছিল। আবুল সরকার গ্রেপ্তারের খবর জানার পরই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রণালয় তাকে একটি ভিডিও পাঠিয়ে পুরো পরিস্থিতির উত্তাপ এবং নিরাপত্তা ঝুঁকির কথা জানান। তিনি বলেন, ফৌজদারি মামলায় সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাই তার পক্ষে বিস্তারিত লেখা সম্ভব নয়। তিনি সবাইকে ধৈর্য ও সংযম দেখানোর আহ্বান জানান এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, সমালোচনার একটি বড় অংশ সরাসরি তার দিকে ধেয়ে আসছে, যদিও ঘটনাটির মূল দায়িত্বপ্রাপ্ত সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার ভাষায়, যেসব মহল আগে থেকেই মন্ত্রণালয়ের কিছু উদ্যোগে বিরক্ত, তারা এখন আবুল সরকারের ঘটনাকে উসিলা করে সেই ক্ষোভ তার দিকে ঘুরিয়ে দিচ্ছে। ফারুকী বলেন, শহীদের দায়বদ্ধতা থেকেই তিনি ডকুমেন্টারি প্রকল্পসহ নানা কাজ করছেন, আর এতে কিছু মানুষ অস্বস্তি বোধ করলেও তিনি কাজ চালিয়ে যাবেন।
বাউলদের ওপর অতীতে বিভিন্ন সময়ে হামলা, চুল কেটে দেওয়া, বাদ্যযন্ত্র ভাঙা অথবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তারের উদাহরণ টেনে তিনি বলেন, বাউলদের ওপর সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই মন্ত্রণালয় লালনকে জাতীয়ভাবে সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়ে বহুত্ববাদী সংস্কৃতির প্রতি অবস্থান স্পষ্ট করেছে। ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, নববর্ষসহ বিভিন্ন উৎসবে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের উদাহরণ তুলে ধরে তিনি জানান, নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তির নীতিতেই এগোচ্ছে।
ফারুকী আরও লিখেছেন, কেউ কেউ তার বিরুদ্ধে ব্যঙ্গ করে বলছেন, বাউলরা আক্রান্ত হলে তিনি শুধু ড্রোন শো করতে জানেন। তিনি এ ধরনের সমালোচনাকে ‘ভয় অফ দ্য আননোন’ থেকে তৈরি ব্যঙ্গ বলে উল্লেখ করেন। বিশ্বজুড়েই বড় বড় ইভেন্টে ড্রোন শো এখন স্বাভাবিক হয়ে উঠেছে বলেও তিনি পোস্টে জানান।
শেষে তিনি স্পষ্ট করে বলেন, সমালোচনার কারণ যাই হোক, তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। আর যারা সমালোচনা করছেন, তাদের আরও ‘প্রস্তুত’ থাকার পরামর্শ দেন।