“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি”প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আইডিইবি সাতক্ষীরা জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। আলোচনায় তিনি বলেন, দেশের কাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নয়ন কর্মকাণ্ডে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বৈষম্যহীনভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার শাহীনুর চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম. এম. এ আবু জায়েদ বিন গফুর।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ-উপজেলা ইঞ্জিনিয়ার (অব.) আবেদুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী (অব.) কামরুল আকতার তপু, প্রকৌশলী সেলিম সরোয়ার, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিকের সাবেক অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, প্রকৌশলী শেখ আব্দুল আলিম, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমানসহ আরও অনেকে।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি অফিসে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।