সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে। দীর্ঘ এক বছর বিরতির পর আবারো টেস্ট ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে আছেন জ্যাকব ডাফি, জাকারি ফকস ও ব্লেয়ার টিকনারও। চোট কাটিয়ে ফিরেছেন ড্যারিল মিচেলও। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেকে সরিয়ে নেন উইলিয়ামসন। তার ফেরা তাই কিউইদের জন্য সুখবর। টেস্ট সিরিজ শুরুর আগে খেলবেন ঘরোয়া ক্রিকেট, ঝালিয়ে নেবেন নিজেকে। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে ১০৫টি টেস্ট খেলেছেন। ৩৩ সেঞ্চুরি ও ৩৭ হাফসেঞ্চুরিতে রান করেছেন ৯ হাজার ২৭৬। দলে জায়গা হয়নি কাইল জেমিসন ও গ্লেন ফিলিপসের। দুজনই চোট সারানোর পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছেন। টিকনার ২০২৩ এর মার্চের পর এবারই প্রথম দলে ফিরলেন।
নিউজিল্যান্ড টেস্ট দল-
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।