প্লট দুর্নীতি মামলায় হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ জনের রায় ১ ডিসেম্বর

এফএনএস | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ পিএম
প্লট দুর্নীতি মামলায় হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ জনের রায় ১ ডিসেম্বর

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে ১ ডিসেম্বর। মঙ্গলবার, ২৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে এই তারিখ ঠিক করেন।

মামলার পটভূমিতে জানা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারি শেখ রেহানার বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করে দুদক। অভিযোগে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

মঙ্গলবারের শুনানিতে দুদকের আইনজীবীরা আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। কারাগারে আটক রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী শাহীনুর রহমান যুক্তি উপস্থাপন করে অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করেন। অন্য আসামিরা পলাতক থাকায় তারা আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় মোট ৩২ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। প্লট বরাদ্দের অভিযোগে দুদক গত জানুয়ারিতে মোট ৬টি মামলা দায়ের করে। সবগুলো মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এর মধ্যে আরেকটি মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে ২৭ নভেম্বর। বাকি কয়েকটি মামলার শুনানিও শেষ পর্যায়ে।

রায়ের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ মামলাটি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর এখন নজর ১ ডিসেম্বরের রায়ের দিকে।

আপনার জেলার সংবাদ পড়তে