শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম
শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এ ব্লকের চতুর্থ তলায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন দেখা দিলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় বারো মিনিটের মধ্যে পরিস্থিতি সামাল দেয়। কোনো হতাহত বা ভেতরে কেউ আটকে পড়ার তথ্য পাওয়া যায়নি।

বুধবার সকাল ১১টা ১৪ মিনিটে প্রথম আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ২০ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। তীব্র ধোঁয়া ও আগুনের উৎস চতুর্থ তলায় সীমাবদ্ধ থাকলেও হাসপাতাল এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আর ছড়িয়ে পড়েনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, পিজি হাসপাতালের এ ব্লকের চারতলায় আগুন দেখা দেয়। তিনি বলেন, “খবর পাওয়ার পর সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।” অপর এক কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো নির্ধারণ করা যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “১১টা ১৪ মিনিটে আমরা সংবাদ পেয়েছি। সঙ্গে সঙ্গে ইউনিট পাঠানো হয়েছে। আগুনের তীব্রতা খুব বেশি ছিল না, তবে আমরা সতর্কতার সর্বোচ্চ চেষ্টা করেছি।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কারও আটকে পড়া বা আহত হওয়ার খবর মেলেনি।

ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করা হলে এমন ঘটনার ঝুঁকি কমে আসে বলে মনে করেন অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, হাসপাতালে প্রতিদিন বিপুল মানুষের চলাচল থাকে, তাই অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার জেলার সংবাদ পড়তে