জনগণ খালেদা জিয়াকে ভালোবাসে—নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:৪০ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:৩৮ পিএম
জনগণ খালেদা জিয়াকে ভালোবাসে—নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বললেন, “দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়।”

রুহুল কবির রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার অদম্য মনোবল ও দেশপ্রেমই বিএনপির জন্য সবচেয়ে বড় প্রেরণার উৎস। রোগ-শোক ও নানা রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি দল ও দেশকে কখনোই পরিত্যাগ করেননি- এ কথা উল্লেখ করে রিজভী বলেন, এটা আমাদের অহংকার যে আমরা তার মতো নেতৃত্ব পেয়েছি।”

তিনি আরও বলেন, “দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার সোনার সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই তিনি দেশ ছেড়ে পালাতে হয়েছেন। একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।”

রিজভী বলেন, অন্ধকার সময়ে দলকে পথ দেখিয়েছেন খালেদা জিয়া। সংকটমুহূর্তে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে সংযত থেকে প্রতিপক্ষের মোকাবিলা করতে হয় এবং তীব্র রাজনৈতিক চাপের মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখতে হয়- এসব শিক্ষা তিনি নিজ আচরণে দিয়েছেন।

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, অত্যন্ত কৃত্রিমভাবে সরকার তাকে (খালেদা জিয়া) অসুস্থ করেছে। তিনি সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে প্রমাণহীন নানা পদ্ধতিতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটানো হয়েছে। তিনি তৎকালীন সরকারের নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণতা ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন। বেগম জিয়া জীবনে অনেক কিছু হারিয়েছেন-স্বামী, বাড়ি, সন্তানদের ওপর নির্যাতন-তারপরও দেশ ও জনগণের প্রতি তার অঙ্গীকার অটুট।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অবাধ, সুষ্ঠু ও নির্ভয় পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। ফেব্রুয়ারি মাসে রমজানের আগে অনুষ্ঠিতব্য নির্বাচন যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়-এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান দলের এই জ্যেষ্ঠ নেতা।

আপনার জেলার সংবাদ পড়তে