যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহের শৈলকুপার কামান্না ২৭ শহীদ দিবস পালিত হয়েছে। কামান্না সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে ২৭ শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বিশ্বাস। এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ মাস্টার, ফরিদ রেজা, আব্দুর রহমান, কামালুর রহমান, লুৎফর রহমান টুলু, আবুল হাশেম ও সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান খান দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাগুরা ও ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।কামান্না ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাশে একটি জাদুঘর নির্মাণ ও প্রতি বছর দিবসটি সরকারীভাবে পালনের দাবী জানান বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান লাল।জানা গেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে ২৬ নভেম্বর শহীদ হওয়া ২৭ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে দিবসটি পালিত হয়। এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা অতর্কিত হামলা চালিয়ে মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে সেখানে স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ তৈরী করা হয়েছে।