ফরিদপুর সদরপুর থানার চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর কোলপাড় এলাকায় গত ৭ নভেম্বর বিকেলে ফরিদপুর সদরপুর আল এহসান ইসলামীয়া মাদ্রাসার ৩য় শ্রেণীতে অধ্যয়ণরত ভিকটিম (১১) কে সদরপুর থানাধীন ভঁ’ইয়া ডাঙ্গী সাকিনস্থ আফসার কাজীর কাঠ বাগানে ঔষধি গাছ আনার কথা বলে নিয়ে গিয়ে নিজ মেয়েকে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের খোঁজ খবর নেওয়ার জন্য ভিকটিমের মা মাদ্রাসার শিক্ষিকার নিকট ফোন করলে ভিকটিম (১১) তার মায়ের কাছে কান্না কাটি করে এবং ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। একই তারিখ ভিকটিম এর মা এবং মামা ছত্তার খান(৪৪) মাদ্রাসায় গিয়ে ভিকটিমের কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে। এরপর তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করতঃ ভিকটিমের মামা ছত্তার খান(৪৪) বাদী হয়ে ফরিদপুর সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকার ফরিদপুর সদরপুর থানার মামলা নং- ১১, তারিখ- ০৮/১১/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী শামীম বেপারী (৩৩), পিতা- শাহজাহান বেপারী, সাং- চরচাঁদপুর কোলপাড়, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।