নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের দলীয় বিলবোর্ড ছিঁড়ে নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সদরের বামনহাট খেয়াঘাটের ওপর এবং মিতনা এলাকায় দু’টি বিলবোর্ড নষ্ট করে ফেলা হয়েছে। এই বিলবোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব বলেন, কে বা কারা একের পর এক আমার টানানো বিলবোর্ডগুলো নষ্ট করে দিচ্ছে। প্রায় একমাস আগেও বেনাহাটি এলাকায় আরও একটি বিলবোর্ড নষ্ট করে দেয়া হয়েছে। বিলবোর্ডগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নষ্ট দেয়া হয়েছে। আমি এ ঘটনায় দোষীদের বিচার দাবি করছি।