১৫ বছর ধরে দেশে ‘হাসিনোমিক্স’ অর্থনীতি তৈরি করা হয়েছে: রিজভী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০১:২০ পিএম
১৫ বছর ধরে দেশে ‘হাসিনোমিক্স’ অর্থনীতি তৈরি করা হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “গত ১৫ বছর ধরে দেশে একটি বিকৃত অর্থনীতি প্রতিষ্ঠা করা হয়েছে, যার নাম ‘হাসিনোমিক্স’। এই মডেল অর্থনীতি ব্যাংক ঋণখেলাপি, দারিদ্র্য বৃদ্ধি ও কর্মসংস্থানের সংকট আরও গভীর করেছে।”

রুহুল কবির রিজভী বলেন, “১৮-১৯ লাখ টাকার ঘটনা থেকে শুরু করে এখন শত শত কোটি টাকার সোনা উদ্ধার হচ্ছে। এসব ঘটনা শিক্ষা দেয়, এরশাদ ও শেখ হাসিনা মিলে দেশে এমন একটি অর্থনীতি তৈরি করেছেন যার নাম ইকোনমিক্স হলেও বাস্তবে এটি ‘হাসিনোমিক্স’। এই হাসিনোমিক্সে ব্যাংক থেকে যারা ঋণ নেবে, তারা টাকা ফেরত দেবে না-এটাই হয়েছে নিয়ম।”

তিনি আরও যোগ করে বলেন, “ঋণ পরিশোধ না করেও আবার নতুন করে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা। এভাবে সাড়ে ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে বের করে আনার দায়িত্ব নির্বাচিত সরকারকে পালন করতে হবে।”

‘এখনো দেশে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে-কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে চলে গেছে। এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। শুধু কিছু পদক্ষেপ নিলেই হবে না, কার্যকর ব্যবস্থা নিতে হবে’-যোগ করেন বিএনপির এ নেতা।

ডা. মিলনকে স্মরণ করে রিজভী বলেন, “ডা. মিলনের রক্তদান, মীর মুগ্ধ, আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাঈদদের আত্মত্যাগ-সবকিছুর মূল তাৎপর্য হলো একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা যদি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ও শান্তিময় সমাজ গড়তে না পারি, তবে তাদের আত্মা শান্তি পাবে না।”

আপনার জেলার সংবাদ পড়তে