বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টির চেষ্টা চলছে। তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, নির্বাচন হবে।”
আমান উল্লাহ আমান বিগত সরকারের সমালোচনা করে বলেন, “স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা।”
‘যে লক্ষ্যে ডা. মিলন, জিহাদ ও নূর হোসেন রক্ত দিয়েছিলেন, গত ১৫ বছরে সে লক্ষ্য পূরণ হয়নি-উল্লেখ করেন বিএনপির এ নেতা।