সিসিইউতে রয়েছেন খালেদা জিয়া

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:৫০ পিএম
সিসিইউতে রয়েছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আজ দুপুর ১টায় আমি এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম। তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি। মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে।

এর আগে, গত রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে।

আপনার জেলার সংবাদ পড়তে