বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বার্ষিক সস্মেলন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম
বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বার্ষিক সস্মেলন

বাল্য  বিবাহ প্রতিরোধের সকলকে সচেতন  হতে হবে। বিয়ের আয়োজন এর আগেই যদি এটা প্রতিরোধ করা যায় তাহলে সম্ভব তা না হলে কোন রকমে সম্ভব নয়। বিয়ের আয়োজন করলে প্রশাসনের পক্ষ থেকে  জেল জরিমানা করে তাৎক্ষণিক দিয়ে বন্ধ হলেও পরবর্তীতে গোপনে সে বিয়ে হয়ে যায়। আমরা যদি পরস্পর সকলে মিলে ক্জ করি তাহলে এটা প্রতিরোধ সম্ভব। গতকাল  

সাতক্ষীরা বিনেরপোতা ঋশিল্পি কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বার্ষিক সস্মেলন প্রধান অতিথি উপরোক্ত কথা বলেন।  বৃহস্পতিবার সকাল ১০ টায় ঋশিল্পী কনভেনশন সেন্টারে উক্ত সভা  অনুষ্ঠিত হয়। ঋশিল্পির ভারপ্রাপ্ত পরিচালক  সৈয়দ মোঃ খালেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের কোঅডিনেটর সেলিমুর রহমান, সনোজ  কুমার বসুু সহ ঋশিল্পির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন   প্রধান  শিক্ষক জয়নুল আবেদিন, এম এ কাশেম, অভিভাব হালিমা বেগম, শিক্ষার্থী  শারমিন নাহার। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত সহ দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।