কারিতাস বাংলাদেশ, দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে শিশু সুরক্ষা (CLPP) কমিটি গঠনকল্পে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল বর্তমানে Light. Program against Exploitative Child Labour in Dhaka, Chattogram, and Dinajpur Bangladesh এর আওতায় শিশু শ্রম নিরসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা ও জেলার সমন্বয়ে একটি শিশু সুরক্ষা Child Labour Prevention and Protection (CLPP) কমিটি গঠন করা হচ্ছে। কমিটির মাধ্যমে সমাজের সক্রিয় ও দায়িত্বশীল নাগরিকদের সম্পৃক্ত করে শিশু শ্রম নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠিত অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডীর সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা, দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (ক্রাইম) মো. সেলিম, সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার কালিস্তূস মার্ডী, প্রোগ্রাম অফিসার উন্নয়ন সুবাস কুজুর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লাইট প্রজেক্টের মাঠ কর্মকর্তা বাবলু মুর্মু। শিশু শ্রম প্রতিরোধ কমিটি গঠন এবং ৬ষ্ঠ মাসিক সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কারিতাস একটি ল্যাটিন শব্দ যার ইংরেজী প্রতিশব্দ হচ্ছে "Love" Ges Love শব্দের বাংলা প্রতিশাদ হলো সার্বজনীন ভালাবাসা বা দয়াপূর্ণ সেবাকাজ। বাংলাদেশ ক্যাপনিক বিশপ সম্মীলনী কর্তৃক প্রতিষ্ঠিত কারিতাস বাংলাদেশ হচ্ছে এক জাতীয় প্রতিষ্ঠান এবং এটি জনগণের জন্য সমন্বিত সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। এ সংস্থার নীতিমালা তৈরী করে সাধারণ পরিষদ নির্বাহী পরিষদের। তত্ত্বাবধানে নির্বাহী পরিচালকের নেতৃতে কারিতাস ম্যানেজমেন্ট সংস্থার সার্বিক কর্মকান্ড পরিচালনা করে।
১৯৬৭ সালে কারিতাস পাকিস্তানে পূর্বাঞ্চলীয় শাখা হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তানে কারিতাস কার্যক্রম শুরু করে। ১২ নভেম্বর ১৯৭০ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের পরপরই খ্রিস্টান ত্রাণ ও পুনর্বাসন সংস্থা (কোর) নামে পুনর্গঠিত হয় এবং ১৩ জানুয়ারি, ১৯৭১ সালে জাতীয় রূপ লাভ করে। ১৯৭৬ সালে "কারিতাস বাংলাদেশ" নাম ধারণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে।
"কারিতাস বাংলাদেশ" নামকরণের পর থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতায়। Child Labour Prevention and Protection (CLPP) প্রকল্পের আওতায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের লক্ষ্য ঢাকা, চট্টগ্রাম এবং দিনাজপুরে শিশু শ্রম নির্মূল করা। প্রকল্পের উদ্দেশ্য উদ্দেশ্য ২০২৭ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরের লক্ষ্যমাত্রাভুক্ত এলাকায় ১,০০০ শিশুকে প্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষায় পুনঃঅন্তর্ভুক্তকরণের মাধ্যমে শিশু শ্রম ও তাদের ঝুঁকিপূর্ণ অবস্থা হ্রাস ও তাদের সুরক্ষা, পরিবারের জন্য বিকল্প আয়ের সুযোগ, প্রচারাভিযান। এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের পুনর্বাসন নিশ্চিত করন। এ প্রকল্পের ফলাফলসমূহ
১.লক্ষ্যবস্তুভুক্ত এলাকা/সম্প্রদায়ে ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত শিশুদের আনুষ্ঠানিক ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি। ২. বিকল্প জীবিকা সহায়তার মাধ্যমে শিশু শ্রমে যুক্ত পরিবারের আয় বৃদ্ধি। ৩. শিশুশ্রম হ্রাস এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য উপযুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করা।