বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরনখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আলী।