চাঁদপুর বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর প্রেসক্লাবের সংবর্ধনা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম
চাঁদপুর বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর প্রেসক্লাবের সংবর্ধনা

 চাঁদপুর জেলা পুলিশ সুপার এর দায়িত্ব পালনকারী পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম চট্টগ্রাম রেঞ্জের রাঙ্গামাটি জেলায় বদলি হয়েছেন। চাঁদপুর জেলা পুলিশে সুষ্ঠভাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে তার বদলীজনিত বিদায়কালে সম্বর্ধনা জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে   আয়োজিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে এ কর্মকর্তার হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক যুগান্তরের মির্জা জাকির, সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র কার্যকরী সদস্য মনির চৌধুরী,প্রথম আলো ডেইলি স্টারের আলম পলাশ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম,সদস্য সংবাদ এর মো. মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মনিরুজ্জামান বাবলু ও বাংলা এডিনসনের মোসাদ্দেক আল আকিবসহ অন্যরা।

এসময় বক্তাগন বলেন, সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর বদলি জনিত বিদায়ে চাঁদপুর  জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। প্রেসক্লাব নেতৃবৃন্দ  তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

তারা আরও বলেন, ৫ আগস্টের পর সারাদেশের পরিস্থিতির মধ্যে চাঁদপুরকে সবচেয়ে শান্ত রাখতে পুলিশ সুপার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিদায়ী সংবর্ধনায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, চাঁদপুরে আসার পর সাংবাদিকদের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলাম। আপনারা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছেন। এতে আপনাদের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও সম্পর্ক আরও গভীর হয়েছে। পুলিশি কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা ছিল অমূল্য।

তিনি আরও বলেন, চাঁদপুরের বিভিন্ন ঘটনায় রহস্য উদঘাটনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। প্রতিদিনের অফিস কার্যক্রম শুরু করার আগে আমি সব পত্রিকা দেখে কার্যক্রম শুরু করি। আগের থেকে জনগণের কাছে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে, যা আমার কাছে সবচেয়ে বড় সাফল্য। তিনি আশা প্রকাশ করেন নতুন পুলিশ সুপারকেও সাংবাদিকরা একইভাবে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী চাঁদপুরের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে মানবিক কর্মকাণ্ড ও পুলিশী সেবাকে জনবান্ধব করার মাধ্যমে জেলায় ব্যাপক সুনাম অর্জন করেন। তাঁকে রদবদল করে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে