কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে লিমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাঈম (২৪) নামে আরেক যুবক আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটছে৷ নিহত লিমন সৌদি প্রবাসী ছিলেন। তিনি একই গ্রামের কুদ্দুস মিয়ার একমাত্র ছেলে। আহত নাঈম (২৪) একই এলাকার সেকান্দর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মিলে মাছ ধরার জন্য বাড়ির পাশে একটি খাদে মটর পাম্প লাগিয়ে পানি সেচ দিতে যায়। অজ্ঞতা বশত: মটরপাম্পের তারের স্পর্শে পানি বিদ্যুতায়িত হয়ে দুজনই স্পৃষ্ট হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত লিমনের পিতা কুদ্দুস মিয়া জানান, পাঁচমাস আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেছিল। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্তা। সকালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।