বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরে এমপি প্রার্থী সামুর দোয়া মাহফিল

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:০৭ পিএম
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরে এমপি প্রার্থী সামুর দোয়া মাহফিল

সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা রংপুর সদর -৩ আসন বিএনপির  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

রংপুর মহানগরীর সাতমাথা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল করেন তিনি। 

এছাড়াও নগরীর সদর হাসপাতাল জামে মসজিদ,  রবার্টসনগঞ্জ জামে মসজিদসহ  রংপুর মহানগর বিএনপির আয়োজনে বিভিন্ন মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রংপুর মহানগর বিএনপি ও স্থানীয় ওয়াড বিএনপির নেতৃবৃন্দ এবং মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে