কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঠাভ্যাসের প্রসার ও সময়নিষ্ঠতার চর্চা বাড়াতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি (এমএফপি) টিমের উদ্যোগে পাঠাগার পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে মাকসুদা আজিজ লাইব্রেরীর উদ্যোগে টিমটি ভিতরবন্দ পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু। সভায় বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন, মাকসুদা আজিজ লাইব্রেরীর পরিচালক মোঃ মাহফুজুল ইসলাম কিরন, ভিতরবন্দ মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তি মাহমুদ আঙ্গুর, সমাজসেবক রুহুল আমিন, হাফিজুর রহমান খান জুয়েল, শফিকুল ডোনার, শাওন আল মামুন এবং লাইব্রেরির সাধারণ সম্পাদক রূপম দেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন এমএফপি কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, খোরশেদ আলম লিমন ও নাসিরা খন্দকার নিশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় পাঠাগারের সার্বিক অগ্রগতি, পাঠাভ্যাস বিস্তার, সময়নিষ্ঠতার গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সমাজমুখী কার্যক্রমে যুক্ত করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাঠাভ্যাসকে উৎসাহিত করতে এবং লাইব্রেরির বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি টিমের পক্ষ থেকে অর্ধশতাধিক বই উপহার দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় তরুণদের ক্রীড়া চর্চা বাড়াতে ধরলা ফুটবল একাডেমি ও ঝাকুয়াবাড়ি ফুটবল দলকে ফুটবল প্রদান করা হয়।
এর আগে সকালে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি টিম ভূরুঙ্গামারীর পাগলাহাট এলাকার তরুপল্লব পাঠাগার পরিদর্শন করে। সেখানে পরিচালকদের সঙ্গে পাঠাভ্যাস উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ও পাঠাগার পরিচালনা বিষয়ে মতবিনিময় করা হয় এবং বই উপহার দেওয়া হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করবে এবং বই-পাঠে আগ্রহ আরও বাড়াবে।