শৈলকুপায় কৃষক দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দিবাগত রাতে দোয়ার অনুষ্ঠান শৈলকুপা হল মার্কেটে বিএনপি নেতা উসমান আলীর বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপি'র সহ-সভাপতি এম ওসমান আলী বিশ্বাস। অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি বাকিবুল ইসলাম বকুল, পৌর বিএনপির সহ-সভাপতি মুন্সী রবিউল ইসলাম, শৈলকুপা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম পান্না, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ প্রমুখ। বক্তারা দীর্ঘদিন কারা নির্যাতিত, সাবেক সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।