নড়াইলে নবাগত পুলিশ সুপার আল-মামুন শিকদারের দায়িত্ব গ্রহণ

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:৩৪ পিএম
নড়াইলে নবাগত পুলিশ সুপার আল-মামুন শিকদারের দায়িত্ব গ্রহণ

নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল-মামুন শিকদার। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘ডিস্ট্রিক পুলিশ নড়াইল’ ফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়।

নড়াইলে যোগদানকালে নবাগত পুলিশ সুপার আল-মামুন শিকদারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। শনিবার নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ আল-মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার ছিলেন। এদিকে, নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলামকে পঞ্চগড় জেলায় পদায়ন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে