জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যে পালিত স্কুল ফিডিং কর্মসূচিতে দুধের সঙ্গে ডিম যুক্ত করার অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট রেজিয়া বেগম ক্বওমী মাদরাসা ও রাজারহাট এতিম খানায় শিক্ষার্থীদের বিনামুল্যে দুধ ও ডিম খাওয়ান উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।
রোবাবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রাজারহাট রেজিয়া বেগম ক্বওমী মাদরাসা ও রাজারহাট এতিম খানা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ফ্রি দুধ-ডিম খাওয়ানো স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল হাসান ও মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানার মুফতী আজম আলী প্রমূখ। উক্ত মাদরাসর আড়াই ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ দুধ ও সিদ্ধ ডিম খাওয়ানো হয়।