মুক্তাগাছায় মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:৪৬ পিএম
মুক্তাগাছায় মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তাগাছায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং নার্সিং ও মিডওয়াফ কর্মকর্তাগণ। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ৯টা থেকে ১১ টা পর্যন্ত  টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ও ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতিরস্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে মানবন্ধন ও ১০টা-১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তাগাছার মেডিকেল টেনোলজিস্ট (ল্যাব) মোঃ ওমর ফারুক, নাজমুল ইসলাম (পিজিওথেরাপি), মুকুল কুমার সাহা  রেডিওলজি), মোছাঃ ছালমা আক্তার  ডেন্টাল), ফার্মাসিস্ট ইউসুফ আলী, আল-আমীন,শামীমা আক্তার। অপরদিকে মানববন্ধনে নার্সিং ও মিডওয়াফদের মধ্যে উপস্থিত ছিলেন সুপারভাইজার মমতাজ বেগম, এসএসএন মাহবুব আলম, দিলুয়ারা বেগম, বশির, ওয়ার্ড ইনচার্জ লতিফা সুলতানা, মিডওয়াইফ নূরী জান্নাত প্রমূখ। মানববন্ধন ও কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা জানান, তাদের যৌক্তিক দাবী না মেনে নিলে আরও বৃহৎ কর্মসূচী ঘোষণা করবে। এবংকি কমপ্লিট শাটডাউন ঘোষনা দেয়া হবে বলে তারা জানান। এদিকে কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। দীর্ঘ লাইন ধরে রোগীরা বসে আছে। মেডিকেল টেকনোলজিস্টদের কক্ষের বাইরে অপেক্সামাণ রোগীরা জানান, খালী পেটে দীর্ঘ সময় তারা বাইরে লাইন ধরে দাড়িয়ে আছেন। অনেক রোগীকে বাইরের ক্লিনিকে যেতেও দেখা যায়। নার্সদের অপেক্ষায় বেডে শুয়ে থাকা রোগীরা জানান, নিয়মিত ঔষধের সময় শেষ হয়ে গেছে, নার্স এলেই তারা গ্রহন করতে পারবে।

আপনার জেলার সংবাদ পড়তে