বিপিএল

যে কারণে নিলাম থেকে নাম প্রত্যাহার করলেন আল-আমিন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ পিএম
যে কারণে নিলাম থেকে নাম প্রত্যাহার করলেন আল-আমিন

এবারের বিপিএলের নিলামে নেই জাতীয় দলের হয়ে একসময় নিয়মিত খেলা পেসার আল-আমিনের নাম। সম্প্রতি বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন ৭ ক্রিকেটার। সেই তালিকায় আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ উজ্জামান, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম। এর আগে ফিক্সিংয়ে জড়িতদের বিপিএলে না রাখার কথা জানিয়েছিল বিসিবি। নিলাম থেকে ক্রিকেটারদের বাদ দেওয়া নিয়ে বিসিবি জানায়, দুর্নীতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব তারা। এ নিয়ে বিসিবির গভর্নিং কাউন্সিল জানায়, বিপিএলের ১২তম আসরের প্রস্তুতির অংশ হিসেবে ইনটিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী লিগের নিরাপত্তা জোরদার করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই পরামর্শের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি, যার মধ্যে কিছু খেলোয়াড়ও রয়েছেন, এ বছরের বিপিএলে অংশগ্রহণের আমন্ত্রণ পাননি। অর্থাৎ সেই খেলোয়াড়দেরকে নিলাম তালিকায় রাখা হয়নি। নিলামে নাম না থাকা পেসার আল-আমিন জানিয়েছেন নিজে থেকেই ছুটিতে আছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি, আল-আমিন হোসাইন, বিগত ৭ মাস যাবৎ পারিবারিক সমস্যাজনিত কারণে ছুটিতে আছি। বর্তমানে আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। এ কারণে বিগত এনসিএল টি-২০, এনসিএল টেস্টসহ কোনো টুর্নামেন্টেই আমার অংশগ্রহণ ছিল না।’ এই পেসারের নামে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন আল-আমিন। তিনি বলেন, ‘চলতি বছরের বিপিএলের ড্রাফট তালিকায় আমার নাম না থাকায় অনেকেই গুজব ছড়াচ্ছেন। আমি ছুটিতে থাকায় স্বাভাবিকভাবেই আমার নাম তালিকায় আসেনি এবং আমি নিজ উদ্যোগে ড্রাফট তালিকা থেকে নাম প্রত্যাহার করেছি।’