সাতক্ষীরায় শিক্ষক সমিতির জেলা নির্বাচনকে সামনে রেখে ডেলিগেট মনোনয়ন সম্পন্ন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম
সাতক্ষীরায় শিক্ষক সমিতির জেলা নির্বাচনকে সামনে রেখে ডেলিগেট মনোনয়ন সম্পন্ন

বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার আসন্ন নির্বাচন উপলক্ষে উপজেলা ভিত্তিক ডেলিগেট নির্বাচনকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, শিক্ষক নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ এমাদুল ইসলাম, মোঃ লিয়াকত আলী, মোঃ এজাজউদ্দীন, মমিনুর রহমান মুকুল, মোঃ হাবিবুর রহমান, মোঃ আশরাফুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুল্লাহ, আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু,  এএসএম আব্দুল করিম, মোঃ আসাদুর রহমান, মোঃ শাহিনুর রহমান, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, পলাশ কুমার সরকার, মনোরঞ্জন মন্ডল এবং সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে নীরব থাকলে চলবে না; জাতীয় স্বার্থে তাদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে। শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে ন্যায়ভিত্তিক অধিকার আদায়ের আন্দোলন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার কোন বিকল্প নেই। 

সভায় বক্তারা উপজেলা ভিত্তিক ডেলিগেট নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার ওপর জোর দেন। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে জেলার সামগ্রিক শিক্ষা-উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে প্রধান শিক্ষকদের মধ্য থেকে মোঃ আব্দুল মালেক গাজী, মোঃ আব্দুল্লাহ ও মোঃ আব্দুস সালাম,  সহকারী প্রধান শিক্ষকদের মধ্য থেকে মোঃ আবু অহিদ বাবলু ও এএসএম শাহিনুর রহমান এবং সহকারী শিক্ষকদের মধ্য থেকে মোঃ নজিবুল ইসলাম, কানিজ ফাতেমা ও মোঃ মফিজুল ইসলামকে ভোটের মাধ্যমে ডেলিগেট নির্বাচিত করা হয়। এতে সাতক্ষীরা সদর উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে। সমিতির সভাপতি মোমিনুল ইসলাম ও  সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ পদাধিকার বলে ডেলিগেট  মনোনীত হবেন।

আপনার জেলার সংবাদ পড়তে