কলারোয়ায় হাজার বছরের ঐতিহ্য ধরে আজও চলছে বনভোজন উৎসব

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ এএম
কলারোয়ায় হাজার বছরের ঐতিহ্য ধরে আজও চলছে বনভোজন উৎসব

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের হাজার বছরের ঐতিহ্যবাহী বনভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের ভোর থেকে গ্রামের মন্দিরের মাঠে মাটি খুঁড়ে তৈরি করা হয় সারি সারি চুলা। কাঠের আগুনে রান্না হয় ভাত, খিচুড়ি-পায়েসসহ নানা রকমের শীতের সবজি। দিনভর উপবাস করে থাকা ব্যক্তিকে প্রথমে খাওয়ানোর মধ্য দিয়ে শুরু হয় এই ভাগাভাগির আনন্দ। বনবিবিকে খুশি করা আর গ্রামের সকলের মঙ্গল কামনায় বড়দের হাতেই হয় সব রান্না। এদিন কর্মব্যস্ত জীবনে দীর্ঘদিন পর প্রতিবেশীদের সঙ্গে হাসি-আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। শিশু থেকে বৃদ্ধ-সবাই মেতে ওঠেন মিলনমেলার আনন্দে।

প্রবীণদের মতে, “আমাদের বাপ-ঠাকুরদার সময় থেকে এই বনভোজন চলে আসছে। এই দিনটা না হলে যেন বছরটাই পূর্ণ হয় না। নতুন প্রজন্মও যেন এই ঐতিহ্য ধরে রাখে। অপরদিকে তরুণদের ভাষ্য, “এটা শুধু খাওয়া-দাওয়া নয়, এটা সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে। প্রজন্মের পর প্রজন্মকে একত্রে ধরে রাখবে এই মিলনমেলা। উৎসব আয়োজকরা জানান, এটি শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়-এটি প্রতিবেশী ও সমাজের মাঝে সৌহার্দ্য, একতা আর ভালোবাসার বার্তা ছড়ায়। হাজার বছরের এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে মুরারিকাটি গ্রামের মানুষ যেন প্রমাণ করে দিচ্ছে-উৎসব শুধু আনন্দ নয়।

আপনার জেলার সংবাদ পড়তে