খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে এভারয়ারের সামনে বিজিবি মোতায়েন

এফএনএস অনলাইন:
| আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম
খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে এভারয়ারের সামনে বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে দফায় দফায় অনেক নেতাকর্মী হাসপাতালে ডুকতে চান। এই দিক বিবেচনায় নিরাপত্তার স্বার্থে হাসপাতালটির সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

বুধবারে বিজিবি মোতায়েনের চিত্র লক্ষ্যে করা গেছে।

গণমাধ্যমকে এ বিষয়ে দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, “সার্বিক নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে। আরেক প্লাটুন টহলে রয়েছে।”

এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও দলীয় নেতা-কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসায়। তারপরও আজ বুধবার সকাল থেকেই হাসপাতালের সামনে নানা এলাকা থেকে বিএনপির অনেক নেতাকর্মী এসে জড়ো হয়েছেন। ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট এলাকায় অবস্থান করছেন তারা।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে