চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৫-২৬”এর আওতায় ০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভুরঙ্গাচর গাজী বাড়িতে “তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ”বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন শাহমাহমুদপুর ইউনিয়নের যুবদল সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম বেপারী, দৈনিক একাত্তর কণ্ঠ’র সাংবাদিক মো. ওমর ফারুক এবং দৈনিক আদি বাংলার সাংবাদিক রাসেল গাজী প্রমূখ।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ভোটদানের গুরুত্ব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।