কালীগঞ্জে ১৫ শত বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ পিএম
কালীগঞ্জে ১৫ শত বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে প্রনোদনার কর্মসূচীর আওতায় ১৫০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস কার্য্যালয়ে এ উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা  হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি অফিস জানায়, প্রনোদনার কর্মসূচীর আওতায় উফসী ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ৪’শ ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। এছাড়া ১২০ জন কৃষককে উন্নত জাতের হাইব্রীড বীজ বিতরনণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে