রাজশাহী নগরী ও গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার সময় গোদাগাড়ীতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী কালু (৫৫) নিহত হয়েছেন। জানা যায়, গোদাগাড়ী উপজেলার কাশিমপুর এলাকার ওয়েজ উদ্দিনের ছেলে কালু সাইকেল চালাচ্ছিলেন। পথ চলাকালে রহনপুর ট্রাভেলস নামে একটি বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কালু মারা যান।স্থানীয়রা জানান, বাসটি দুর্ঘটনার পর দ্রুত চলে যায়।অপর দিকে রাজশাহী নগরীতে বালু বোঝাই ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শ্যামপুর পশ্চিমপাড়া সাইদের মোড়ের আল শেখের ছেলে এবং ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। স্থানীয়রা জানান, বুধবার (৩ ডিসেম্বর) রাত এশার নামাজের পরে শহিদুল বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা রাত পৌনে ১০টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় সড়ক অবরোধ করে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক দুর্ঘটনার বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয় নিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হলে জনতা সড়ক অবরোধ করে। আধা ঘণ্টার পর তারা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, নিহতের পরিবার থানায় এসেছিল কিন্তু কোন অভিযোগ করতে চায়নি এবং লিখিতভাবে জানিয়েছে।