যশোরের চৌগাছায় ১৫ দিনের ব্যবধানে আবারো পাঁচ দোকানে চুরি সংঘটিত হয়েছে। বুধবার ভোরবেলা শহরের যশোর রোডের সিটি প্লাজা মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা মার্কেটের পাঁচটি দোকানের তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। মার্কেটের নুরজাহান বার্মিজ ঘরের মালিক খাইরুল আলম জানান, চোরেরা তার দোকান থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ বেশকিছু মালামাল নিয়ে গেছে। তপু সপ ভ্যারাইটিজ স্টোরের মালিক সোহান হোসেন জানান, চোরেরা তার দোকান থেকে নগদ ২৫ হাজার টাকাসহ অনেক টাকার মালামাল নিয়ে গেছে। সুপার লির্বাটি সপের মালিক কবির হোসেন জানান, চোরেরা নগদ ২৫ হাজার টাকাসহ বেশ কিছু টাকার মালামাল নিয়ে গেছে। সুপার ইলেকট্রিক ঘরের মালিক রাবণ কুমার জানান, চোরেরা তার ঘর থেকে নগদ ১২ হাজার টাকাসহ মালামাল নিয়ে গেছে। এছাড়া সুন্দরী বি়উটি পার্লারের মালিক জরিনা বেগম জানান চোরেরা তার বিউটি পার্লার থেকে নগদ এক হাজার টাকা নিয়ে গেছে। উল্লেখ্য ইদানিং প্রায়ই চৌগাছা শহরের দোকানপাটে চুরি হচ্ছে। আজ থেকে ১৫ দিন পূর্বে শহরের ৫/৬ টি দোকানে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছিল। চুরির ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরেদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।