বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জুড়ে বিভিন্ন ইউনিয়নে কোরআন খতম, দোয়া মাহফিল এবং আন্তধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এসব আয়োজন সম্পন্ন হয়।
সীতাকুণ্ড পৌরসভা বিএনপির উদ্যোগে ইয়াকুব নগর মোহাম্মদ মৌলভী মসজিদ ও এতিমখানার প্রাঙ্গণে বাদ জোহর কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর ভাটিয়ারীস্থ বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও সীতাকুণ্ড পৌরসদরের এলকে সিদ্দিকী স্কয়ার, বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল মাদ্রাসা, মুরাদপুর ইউনিয়নের জামালিয়া দরবার শরীফ ও ফকিরহাট এলাকা, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, বাঁশবাড়িয়া ইউনিয়নের এতিমখানা, বাড়বকুন্ড ইউনিয়নের সদর জামে মসজিদ, সৈয়দপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে সারাদিনব্যাপী কোরআন তিলাওয়াত, খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্যভাবে, সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শংকর মঠে বিশেষ প্রার্থনার আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষসহ সনাতনী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন, যা এলাকাজুড়ে আন্তধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া জাতীয় নেত্রী হিসেবে দেশের মানুষকে ঐক্যের পথ দেখিয়েছেন। তাঁর সুস্থতার জন্য সারাদেশের মতো সীতাকুণ্ডেও আবেগময়ভাবে মানুষ দোয়া করছে।
এ সময় নেতারা আরও বলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, আকবর শাহ, উত্তর পাহাড়তলী ও কর্ণেলহাট এলাকা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনসহ সাধারণ মানুষও বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর তত্ত্বাবধানে বিভিন্ন মাদ্রাসায় অংশগ্রহণকারী হাফেজ, এতিম ও অসহায় শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।
আসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্রের জননী-মাদার অব ডেমোক্রেসি। তাঁর সুস্থতার জন্য সীতাকুণ্ডে দল-মত-ধর্ম নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে দোয়া করছে। আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন, ডা. কমল কদর, জহুরুল আলম জহুর, জাকির হোসেন, ইউসুফ নিজামী, মোরসালিন, ছালে আহাম্মদ ছলু, মোজাহের উদ্দিন আশরাফ, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, আবুল কালাম আজাদ, সাহাব উদ্দিন, বদিউল আলম বদরুল, আধো চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, অহিদুল ইসলাম চৌধুরী, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, এডভোকেট আইনুল কামাল, কামাল উদ্দিন চৌধুরী, মুনছুর মেম্বার, সাহাব উদ্দিন রাজু, নুরুন্নবী সাইফুল, মো. একরামুল হক, মো. ইসমাইল, আলমগীর মেম্বার, মোস্তাফিজুর রহমান হিরু, মুক্তিযোদ্ধা মোহরম আলী, সেলিম কমিশনার, নুরুল আলম বাবুল, আলাউদ্দিন, শহিদুল্লাহ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কোরবান আলী সাহেদ, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী, সদরে সচিব কামরুল ইসলাম বাবলু যুবদল নেতা জিয়াউদ্দিন জিয়া সহ প্রমুখ।
গত কয়েকদিন ধরে ধারাবাহিক দোয়া মাহফিল, কোরআন খতম ও আন্তধর্মীয় প্রার্থনার কারণে সীতাকুণ্ডে একটি ধর্মীয়, মানবিক ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।