বাউফলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ পিএম
বাউফলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

পটুয়াখালীর বাউফল পৌর শহরে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় অসহায়, গরিব ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচল সহজ করতে  'ফ্রি যাত্রী সেবা"  উদ্যোগ গ্রহণ করেছে বাউফল পৌর ছাত্রদল। সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তায় চলাচলের জন্য একটি অটো সম্পূর্ণ বিনা ভাড়ায় যাত্রী পরিবহন সেবা চালু করেছে সংগঠনটি ।

আজ (৪ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টায় বাউফল হসপিটালের সামনে সেবাটি শুভ উদ্বোধন  করেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। উদ্বোধন অনুষ্ঠানে পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আমরা এই ফ্রি যাত্রী সেবা চালু করেছি। বাউফলের অসহায়, দুস্থ মানুষ প্রতিদিন চলাচলে অনেক কষ্টে পড়ে। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই ছোট্ট চেষ্টা। সামনে আমরা আরো কয়েকটি অটো ফ্রি সেবায় যুক্ত করব এবং এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখার চেষ্টা চলবে।”

স্থানীয় সাধারণ মানুষ এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। বিশেষ করে হাসপাতালে যাতায়াতকারী রোগী, বৃদ্ধ, নারী শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এ সেবায় উপকৃত হবেন বলে জানিয়েছেন। ফ্রি যাত্রী সেবা উদ্যোগের ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বাউফল পৌর এলাকা জুড়ে।