সরাইলে উপজেলা ডিস্ট্রিবিউটর সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
সরাইলে উপজেলা ডিস্ট্রিবিউটর সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ডিস্ট্রিবিউটর সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কালিকচ্ছে একটি হোটেলের মিলনায়তনে এই সম্মেলন হয়। আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য মো. শাহজাহান মিয়াকে সভাপতি ও মো. আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. বশির আহমেদ, সহসভাপতি মো. রাসেল ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ সালমান, সহ যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শামীম মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, আলাল সরকার, দপ্তর সম্পাদক শেখর চন্দ্র দেব, কোষাধ্যক্ষ জহিরূল ইসলাম, প্রচার সম্পাদক উজ্জ্বল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মুজিবুর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম প্রমূখ। 

আপনার জেলার সংবাদ পড়তে