টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। মো: আবুল হোসেন তালুকদার আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা তরফদার।
দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবেক সহপাঠীরা এতে অংশগ্রহণ করেন। বয়সের ভারে কেউ চুলে রুপালি রঙ এনেছেন, কারও চলাফেরায় এসেছে ধীরতা-তবুও বন্ধুত্বের টান, স্মৃতির আকর্ষণ আর আবেগের উষ্ণতায় সবাই হয়ে ওঠেন আবার সেই কিশোর বয়সের বন্ধু।
সকাল ৯ টায় অনুষ্ঠানের সূচনা হয়। পরে পরিচয় পর্ব, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। কেউ ফিরিয়ে নেন স্কুলজীবনের স্মৃতি, কেউ আবার ভাগ করে নেন জীবনের নানা সুখ-দুঃখের গল্প।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রজন্মের স্মৃতি, বন্ধন ও ভালোবাসার মিলনস্থল। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।
মিলনমেলায় অংশগ্রহণকারী বন্ধুদের পরিবার-পরিজনের মুখেও ছিল আনন্দের ছাপ। দিনভর হাসি-আনন্দ আর স্মৃতিচারণের মধ্য দিয়ে সন্ধ্যায় মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।