ভেন্যু জটিলতায় থেমে গেল শিরোনামহীন–মেঘদল–কাভিশ'র কনসার্ট

এফএনএস বিনোদন
| আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৪ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৬ পিএম
ভেন্যু জটিলতায় থেমে গেল শিরোনামহীন–মেঘদল–কাভিশ'র কনসার্ট

ঢাকায় এসে গানের প্রস্তুতিও নিয়ে ফেলেছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশ। তাদের সঙ্গে এক মঞ্চে থাকার কথা ছিল শিরোনামহীন ও মেঘদলের মতো জনপ্রিয় দেশীয় ব্যান্ডের। শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার মাদানী এভিনিউয়ের কোর্ট সাইডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সমসাময়িক শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজন। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না মিলায় কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস।

আয়োজকরা জানান, ভেন্যু, কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিকসহ প্রয়োজনীয় প্রস্তুতির প্রায় সবই আগেই সম্পন্ন করা হয়েছিল। এমনকি নানা জটিলতাও সামলে তারা অনুমতির প্রক্রিয়া এগিয়ে নিয়েছিলেন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে কনসার্টটি পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়। তাই অনুষ্ঠানটি বাতিল নয়, কেবল স্থগিত বলে ব্যাখ্যা করেছে আয়োজক প্রতিষ্ঠান।

এরই মধ্যে কাভিশের সদস্যরা বাংলাদেশে এসে পৌঁছান বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে। বিমানবন্দর থেকেই তাদের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আয়োজকরা জানায় যে ব্যান্ডটি নিরাপদে ঢাকায় এসেছে। কাভিশ, শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল এই অনুষ্ঠানে।

শনিবার আয়োজকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের পক্ষ থেকে কোনো দেরি বা গাফিলতি ছিল না। তারা সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ভেন্যুর অনুমতি নিশ্চিত করতে পারেননি। অনুমতি হবে বলে জানানো হলেও শেষ মুহূর্তে সম্মতি মেলেনি। এতে শুধু শ্রোতারা নয়, আয়োজকেরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংগীতসংশ্লিষ্ট অনেকে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন।

কনসার্ট স্থগিতের খবর জানিয়ে ব্যান্ড কাভিশের পক্ষ থেকেও একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ব্যান্ডটি জানায়, তারা ঢাকায় আসতে পেরে আনন্দিত হলেও পরিকল্পিত পারফর্ম করতে না পারায় তাদের মতোই শ্রোতারাও হতাশ।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে ঢাকায় গান পরিবেশন করেছিল কাভিশ। ‘বাচপান’ ও ‘তেরে পেয়ার মে’ গানের মাধ্যমে পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারত ও বাংলাদেশেও তাদের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন, যা পরে সেমি ক্ল্যাসিক্যাল ঘরানায় বিশেষ পরিচিতি পায়।