চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ক্ষেতলালে দোয়া মাহফিল

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৩ পিএম
চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ক্ষেতলালে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আটিদাশা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেসুল মজিদ কদর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক ডিসি আব্দুল বারীর। তবে ব্যক্তিগত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

দোয়া মাহফিলে অংশ নেন জয়পুরহাট জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈবুর রহমান, মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ।

দোয়ায় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেসুল মজিদ কদর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন ও সাহসী নেতৃত্বের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।’ দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে