টাঙ্গাইলের দেলদুয়ারে জামায়াত ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- (নাগরপুর- দেলদুয়ার) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা: একেএম আব্দুল হামিদ।
উপজেলা জামায়াত ইসলামীর আমীর আল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনার পরিচালক রাশেদুল হাসান এবং জামায়াত প্রার্থীর ছেলে ব্যরিস্টার হাসনাত জামিল। এসময় জামায়াত ইসলামীর উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়ী করতে সকলকে আহবান জানান। এছাড়া দেশের যে পরিস্থিতিতে জামায়াত ইসলামকে সর্তক থাকার আহবান জানানো হয়।