দেলদুয়ারে জামায়াত ইসলামীর প্রার্থীকে জয়ী করতে সুধী সমাবেশ

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৯ পিএম
দেলদুয়ারে জামায়াত ইসলামীর প্রার্থীকে জয়ী করতে সুধী সমাবেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে জামায়াত ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- (নাগরপুর- দেলদুয়ার) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা: একেএম আব্দুল হামিদ। 

উপজেলা জামায়াত ইসলামীর আমীর আল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনার পরিচালক রাশেদুল হাসান  এবং জামায়াত প্রার্থীর ছেলে ব্যরিস্টার হাসনাত জামিল। এসময় জামায়াত ইসলামীর উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়ী করতে সকলকে আহবান জানান। এছাড়া দেশের যে পরিস্থিতিতে জামায়াত ইসলামকে সর্তক থাকার আহবান জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে