রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৮ পিএম
রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহী নগরীর বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অমুক হলেন নগরের বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকার বাসিন্দা মো. তেসান আলীর ছেলে মো. আল-আমিন (২০)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বেলপুকুর থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ জামিরা গ্রামে মো. আল-আমিন তার নিজ বাড়িতে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালানোর চেষ্টা করলে তাকে তার বাড়ির আঙিনা থেকে আটক করা হয়। পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি প্রায় ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো রামদা উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, আল-আমিন দক্ষিণ জামিরা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তিনি ওই রামদা প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন বলেও জানা গেছে। এতে স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। পরে গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে