পাখি কিনে ছেড়ে দিলেন সরকারি কর্মকর্তা, উড়ল আকাশে

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী
| আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৮ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৮ পিএম
পাখি কিনে ছেড়ে দিলেন সরকারি কর্মকর্তা, উড়ল আকাশে
বিলে পানির ধারে ফাঁদ পেতে একটি অতিথি পাখি ধরে এক শিশু (১৩)৷ আনন্দে শিকার করা পাখি নিয়ে বাড়ি ফিরছিল খাওয়ার জন্য। তবে পথে পাখিটি বিক্রি করতে বাধ্য হয়। শিশুর কাছ থেকে কেনা পাখিটি ছেড়ে দেন সরকারি এক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার বড় বিহানালীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার আগে এক শিশু হাতে একটি অতিথি পাখি (শামুক খোল) ও ফাঁদ নিয়ে বাড়ি ফিরছিল। বড় বিহানালী স্কুল মাঠে আসলে তা এমামুল হক নামের এক সরকারি কর্মকর্তার নজরে আসে। তিনি ওই শিশুকে কাছে ডেকে কীভাবে এবং কেন পাখি শিকার করলো এমন জানতে চান। শিশু পাখি জবাই করে পরিবার নিয়ে খাবে বলে জানায়। পাখি শিকার করা ঠিক না এমন জানানো হলে শিশু নিজের ভুলের বিষয় বুঝতে পারে। এক পর্যায়ে শিশুটি শিকার করা পাখি বিক্রিতে সম্মত হয়। সে ৫০০ টাকা দাম চাইলে তিনি শিশুর কাছ থেকে ৫০০ টাকায় পাখিটি কেনেন। পরে মুখ ও পা বাঁধা শামুকখোলকে মুক্ত করে সন্ধ্যায় বড় বিহানালী বিলে গিয়ে অবমুক্ত করা হয়। পাখিটি উড়ে যায় আকাশে। মুরারী পাড়া গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক ফরিদ উদ্দিন জানান, শিশুটি ৫০০ টাকা পেয়ে খুশি। সে ফাঁদ তৈরি করেন কৌতুহল বশত শামুকখোল পাখিটি শিকার করে। শীত মৌসুমে বিলে অতিথি পাখি এসেছে। এমামুল হক পাখিটি শিশু শিকারীর কাছ থেকে কিনে অবমুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করলেন। তবে ওই শিশুর সঙ্গে যোগাযোগের আগ্রহ জানালে তিনিসহ অন্যরা পরিচয় জানাতে এবং তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিতে অস্বীকৃতি জানান। তবে শিশুটি আর পাখি ধরবে না বলে তাঁদের জানিয়েছে। উপজেলার মুরারী পাড়া গ্রামের বাসিন্দা ও খুলনা অঞ্চলে কর্মরত কর পরিদর্শক এমামুল হক জানান, তিনি সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসেছেন। পাখিটিকে অবমুক্ত করতে পেরে ভালো লাগছে। তবে পাখিটির সঙ্গী ছিল না। একাই আকাশে উড়াল দিয়েছে। পাখির ডানা মেলে উড়তে দেখে খুবই আনন্দ পেয়েছি।