দিঘলিয়ায় ইজিবাইক কল্যাণ সমিতির উদ্যোগে বনভোজন ও ফুটবল টুর্ণামেন্ট

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৭ পিএম
দিঘলিয়ায় ইজিবাইক কল্যাণ সমিতির উদ্যোগে বনভোজন ও ফুটবল টুর্ণামেন্ট

গতকাল (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় খুলনার দিঘলিয়ার সদর ইউনিয়নের ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিঘলিয়া উপজেলা ইজিবাইক কল্যাণ সমিতির উদ্যোগে বনভোজন ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব শেখ আবু জাফর, আলহাজ্ব মোঃ মাহাবুব কবীর, খান গোলাম রসুল, সহ-সভাপতি মোঃ আবু তালেব, মোঃ রাজিব, সাধারণ সম্পাদক মোঃ হালিম খলিফা, সহ-সাধারণ সম্পাদ মোঃ জনি খন্দকার, মোঃ বাবুল সরদার, সাংগাঠনিক সম্পাদক মোঃ হাফিজুর মোড়ল, কোষাধ্যক্ষ মোঃ আজাদ খামারী, দপ্তর সম্পাদক মোঃ ফরিদ শেখসহ ২৮০/৩০০ জন ইজিবাইক সদস্য অংশগ্রহণ করেন বলে জানা যায়।

উক্ত অনুষ্ঠানে ইজিবাইক কল্যাণ সমিতি নিজেদের মধ্যে সকাল ১০ টা হতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অতঃপর বনভোজনের খাওয়া দাওয়া শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। আগামী বছরও এইরকম অনুষ্ঠান করার আহ্বান জানিয়ে পৌণে ৫ টার সময় তাদের অনুষ্ঠান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে