রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর বেগম কাচারি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমিতির সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও সমিতির সাবেক সভাপতি তারিক আহমদ,সাবেক সভাপতি মুশা মার্চেন্ট, সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ গুদর, জাকির হোসেন প্রমুখ। সভার শুরুতে সমিতির সভাপতি মাসুদ রানা  সমিতির আয় ও ব্যয়ের হিসাব উপাস্থাপন করেন। পরে পুণরায় আগামী ৩ বছরের জন্য বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে