লক্ষ্ণীপুরের রামগতিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের বিরুদ্ধে ইউনিয়ন জেএসডি অফিস ভাংচুরের অভিযোগ আনেন উপজেলা জেএসডি নেতারা। আজ শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা সদর আলেকজান্ডার বাজারে পৃথক দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
জেএসডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, আগামী ৮ ডিসেম্বর জেএসডি ও গণতন্ত্র মঞ্চের আয়োজনে রামগতিতে জনসভা হবে। এতে আ স ম আবদুর রব, তানিয়া রব ও জোটের অন্য নেতারা উপস্থিত থাকবেন।
ওই জনসভা সফল করতে আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা যখন ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের নির্দেশে বিএনপি নেতা তানভির আহাম্মদ জুয়েল, শিবলি নোমান, শাহ শিব্বির, ইরাজ ও হান্নানের নেতৃত্বে জেএসডির বড়খেরী ইউনিয়ন কার্যালয়ে ঢুকে ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীকে বেদম মারধর করে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ ছাড়া স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রবের জনসভা প্রতিরোধের ঘোষণা দেন তারা।
লোকমান আরো বলেন, আমাদের জনসভা যেন সফল না হয়, সেজন্য বাস ও ট্রাক মালিক সমিতির নেতাদের হুমকি দিয়ে যানবাহন দিতে নিষেধ করেন তাঁরা। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি সুবিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহদী, মীর গোলাম আজম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর জেএসডির সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার, জামাল উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক পরিষদের নেতা আবদুল্যাহ আল নোমানসহ বিভিন্ন স্তরের নেতারা।
প্রসঙ্গত, লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনটি যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের জন্য খালি রাখা হয়। তিনি অসুস্থ থাকায় দলের সহ-সভাপতি তানিয়া রব এই আসনে বিএনপি থেকে নির্বাচন করার কথা রয়েছে। আবার বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন এ আসনের দুইবারের সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
এদিকে বিএনপি নেতারা তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে একইদিন বিকেলে উপজেলা কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির নেতারা। তাঁরা অভিযোগ করেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দীন আজাদ সোহেলসহ আওয়ামী লীগ নেতাদের নিয়ে জেএসডি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান ও সাবেক সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে নানা বিদ্রুপ ও অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তাঁরা নিজেরাই নিজেদের কার্যালয় ভাঙচুর করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা জেএসডির এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মূর্তজা আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ শিব্বীর প্রমুখ।