বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগদান উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কোদালিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া সার্বজনীন দূর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সুবল কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিএনপি সর্বদা দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে অবিচল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুবার বলেছেন-বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এই দেশের অভিন্ন অংশ। তাঁদের ধর্মীয়, সামাজিক ও নাগরিক নিরাপত্তা রক্ষায় বিএনপি সব সময় সজাগ। আজ রাঙ্গামাটিয়া দূর্গা মন্দির থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান এই ঐক্যেরই প্রতিচ্ছবি। আমরা আপনাদের স্বাগত জানাই। আপনাদের আস্থা আমাদের জন্য গর্বের।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। তিনি সুস্থ হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে সক্ষম হোন-এটাই আমাদের প্রত্যাশা।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ প্রধান বক্তার বক্তব্যে বলেন, “আজকের এ যোগদান প্রমাণ করে-বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়; এটি সকল ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে গড়া একটি জাতীয় শক্তি। যারা আজ বিএনপিতে যোগ দিলেন, তারা শুধু একটি রাজনৈতিক দলে যোগ দেননি-তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে নিজেদের যুক্ত করলেন।”
তিনি যোগ করেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আবারও সুষ্ঠু নির্বাচন, ন্যায়বিচার, সাম্য ও শান্তির পথে এগিয়ে যাবে। আপনাদের প্রত্যেকের সাথে নিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ চালিয়ে যাব।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজাম উদ্দীন মিকু ও বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হেদায়েত মোল্লা
যোগদানকারীদের মধ্যে ছিলেন যাদের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক লোক বিএনপিতে যোগদান করে তারা হলেন, সুবল চন্দ্র বিশ্বাস, অশোক শিকদার, নির্মল সরকার, শৈলেন গাইন, কিশোর শিকারী, গোপাল মন্ডল, বিকেন্দ্র নাথ বিশ্বাস ও দেবদাস মহরী। এ ছাড়াও পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।