পেঁয়াজের দাম কমার সম্ভাবনা—সীমিত আকারে আমদানির অনুমতি দিচ্ছে সরকার

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ পিএম
পেঁয়াজের দাম কমার সম্ভাবনা—সীমিত আকারে আমদানির অনুমতি দিচ্ছে সরকার

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি আমদানির অনুমতি দিচ্ছে সরকার।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে। 

এতে আরও বলা হয়, গত ১ আগস্ট থেকে অদ্যাবধি যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

উল্লেখ্য, হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ইতোমধ্যে ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। সবমিলিয়ে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।