মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরে কামাল জামান মোল্লার সমর্থকরা অবরোধ করে মশাল মিছিল করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের মোল্লা বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে এক্সপ্রেসওয়ের দুই দিকের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থিতা ঘোষণা করে, যেখানে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা মনোনীত হয়েছিলেন। কিন্তু একদিন পর ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা স্থগিত করা হয়। এরপর থেকেই শিবচরে বিএনপির রাজনীতি উত্তাল হয়ে ওঠে। অবশেষে বিএনপির হাই কমান্ড গত ৪ ডিসেম্বর ৩৬টি আসনে প্রার্থিতা ঘোষণা করে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিবচর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নাজমুল হুদা চৌধুরীর স্ত্রী, শিবচর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। প্রতিবাদে কামাল জামান মোল্লার মনোনয়ন এর পুনর্বহালের দাবিতে আজকের এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে এক্সপ্রেসওয়ের দুই পাশে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এই সংবাদ লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল চলছিলো। এসময় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন এই সময়ের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্বশীলগণ কামাল জামান মোল্লার নমিনেশন পূর্ণ বহাল না করলে পুরো দক্ষিনাঞ্চলর প্রবেশদ্বার মহাসড়ক বন্ধ করে দেয়া হবে। এছাড়াও বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন কামাল জামান মোল্লার জনপ্রিয়তা এতো বেশি যে তিনি বিপুল ভোট পেয়ে ধানের শীর্ মার্কাকে বিজয়ী করে বিএনপি কে উপহার দিবে। মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লার বিকল্প কেউ নেই। তাকেই বিএনপির নমিনেশন দেয়ার জোর দাবী জানিয়েছেন নেতারা।
মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরে কামাল জামান মোল্লার সমর্থকরা অবরোধ করে মশাল মিছিল করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের মোল্লা বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে এক্সপ্রেসওয়ের দুই দিকের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থিতা ঘোষণা করে, যেখানে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা মনোনীত হয়েছিলেন। কিন্তু একদিন পর ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা স্থগিত করা হয়। এরপর থেকেই শিবচরে বিএনপির রাজনীতি উত্তাল হয়ে ওঠে।
অবশেষে বিএনপির হাই কমান্ড গত ৪ ডিসেম্বর ৩৬টি আসনে প্রার্থিতা ঘোষণা করে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিবচর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নাজমুল হুদা চৌধুরীর স্ত্রী, শিবচর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
প্রতিবাদে কামাল জামান মোল্লার মনোনয়ন এর পুনর্বহালের দাবিতে আজকের এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে এক্সপ্রেসওয়ের দুই পাশে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এই সংবাদ লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল চলছিলো। এসময় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন এই সময়ের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্বশীলগণ কামাল জামান মোল্লার নমিনেশন পূর্ণ বহাল না করলে পুরো দক্ষিনাঞ্চলর প্রবেশদ্বার মহাসড়ক বন্ধ করে দেয়া হবে। এছাড়াও বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন কামাল জামান মোল্লার জনপ্রিয়তা এতো বেশি যে তিনি বিপুল ভোট পেয়ে ধানের শীর্ মার্কাকে বিজয়ী করে বিএনপি কে উপহার দিবে। মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লার বিকল্প কেউ নেই। তাকেই বিএনপির নমিনেশন দেয়ার জোর দাবী জানিয়েছেন নেতারা।