নড়বড়ে ব্রিজে শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি, প্রশাসনের আশ্বাস দ্রুত ব্যবস্থা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০২:১৮ পিএম
নড়বড়ে ব্রিজে শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি, প্রশাসনের আশ্বাস দ্রুত ব্যবস্থা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আলীম মাদ্রাসা সংলগ্ন খালের উপর নির্মিত কাঠের পুলটি নড়বড়ে অবস্থায় হেলে পড়েছে। প্রতিদিন এই পুল দিয়ে যাতায়াত করা শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী এখন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছেন। যেকোনো মুহূর্তে পুলটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলটির কাঠ নষ্ট হয়ে দুর্বল হয়ে পড়লেও কোনো সংস্থার নজরে আসেনি। সাম্প্রতিক বৃষ্টিতে কাঠ আরও নরম হয়ে পুলটি একদিকে হেলে পড়ে। বর্তমানে পুলের মাঝামাঝি অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি এবং ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি ইউনিয়ন পরিষদের কাজ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।” সংশ্লিষ্ট বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার জানান,

“ইউএনও স্যার নির্দেশ দিয়েছেন। আমরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে পুলটি চলাচলের উপযোগী করার কাজ করছি। কয়েকদিনের মধ্যেই মেরামত কাজ সম্পন্ন করা হবে এবং সামনের এডিপি বরাদ্দের মাধ্যমে পুলটি নতুনভাবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।” এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান এবং নতুন একটি শক্ত কাঠামোর পুল নির্মাণের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে