চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে চাঁদপুর জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার,চাঁদপুর মো. রবিউল হাসান তাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী সহ জেলা পুলিশের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।