নৌ-পরিবহন উপদেষ্টা

ভোলার গ্যাস স্থানীয়রা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩১ পিএম
ভোলার গ্যাস স্থানীয়রা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে

অন্তবর্তীকালীন সরকারের সড়ক-সেতু ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন-ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফাওজুল কবির খান আরো বলেছেন-আগামী নির্বাচনে যারাই বিজয়ী হোক না কেনো; জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোট কেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।

সেতু বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারনে সেতু বাস্তবায়ন দেরিতে হয়। যার কারনে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে ‘মীরগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তুর উদ্বোধণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনী সভায় নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বড় প্রকল্পগুলোর প্রধান অন্তরায় দুর্নীতি। অনেক প্রকল্প সময়মতো বাস্তবায়ন না হওয়াও বড় সমস্যা। আমরা দেখেছি বড় প্রকল্পে বিপুল পরিমাণ টাকা চুরি হয়। আশা করি এখানে কোনো ধরনের পুকুর চুরি হবেনা।

তিনি আরও বলেছেন-আমরা হয়তো দায়িত্বে থাকবো না, তবে ভবিষ্যত সরকার জনগণের আমানত রক্ষা করবে এটাই আমাদের প্রত্যাশা। নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেছেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এসব বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

সূত্রমতে, বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাথে মেঘনা পাড়ের মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ এবং মেহেন্দিগঞ্জের পরোক্ষ সংযোগ নির্বিঘ্ন করতে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে আঁড়িয়াল খাঁ নদীর ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ‘মীরগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তুর উদ্বোধণ করেছেন অন্তবর্তীকালীন সরকারের সড়ক-সেতু ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, ‎বাবুগঞ্জের মীরগঞ্জের আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দেড় কিলোমিটারের মীরগঞ্জ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।