আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা জরুরি বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, “জনগণ যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে ঘরে ফিরতে পারেন-এটাই আমাদের প্রধান লক্ষ্য। কে জিতল কিংবা হারল, সেটা পুলিশের বিষয় নয়।”
রোববার সকালে জেলা পুলিশ লাইন্সে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসপি জুয়েল বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন সম্পর্কে সবাই অবগত। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন-২০২৬ সালের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। “আমরা সেই লক্ষ্যেই কাজ করছি,”বলেন এসপি জুয়েল।
তিনি আরও বলেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে চোরাচালান, মাদক পাচার ও সুন্দরবনে দস্যুতা রোধে কঠোর অবস্থান নেওয়া হবে। জেলায় চুরি-ছিনতাই প্রতিরোধ, অনলাইন জুয়া, মাদক, কিশোর গ্যাং, সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার।
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এসএ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির এম বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদুজ্জামান সুমন, এস এম হাবিবুল হাসান, হাবিবুর রহমান সোহাগসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা।